Monday, July 1, 2019

বর্ধমানের 108টি শিব মন্দির - 108 Shiv Mandir Burdwan, Kalna

 সক্কালবেলায় হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে কালনা পৌঁছে দেখে নেওয়া যেতে আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান।তার মধ্যে প্রথমেই দেখা যেতে পারে 108 শিব মন্দির।

বর্ধমানের মহারাজা তেজ চন্দ্র বাহাদুরের বানানো 108টি শিব মন্দির। সব মন্দির গুলো একই দেখতে।
তবে বিশেষ একটি বৈশিষ্ট্য এই মন্দিরকে অন্য সব মন্দির থেকে একে আলাদা করে রেখেছে। তাই হল মন্দির গুলো 20টি বৃত্তে বিভক্ত। বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দিরে রয়েছে একটি কৃষ্ন ও একটি শুভ্র বর্ণের শিবলিঙ্গ।আর ভিতরের ছোটবৃত্তে রয়েছে 34টি মন্দির যেখানের প্রত্যেকটি শিব শুভ্র বর্ণের।
কিন্তু 112টি মোট মন্দির থাকলেও শিবলিঙ্গ যুক্ত মন্দির কিন্তু 108টি।
লকডাউনের পর এই সবে মন্দির দর্শন শুরু হয়েছে। অনেক আগাছা রয়েছে এখানে,নতুবা আরোও সুন্দর লাগতো জায়গাটি।






Poushali Bhattacherjee Palit

0 comments:

Post a Comment