Monday, November 11, 2019

তাবাকশি দার্জিলিং - Tabakoshi Darjeeling

 মন থেকে চাইলে সত্যি হয়তো যেটা চাইছি সেটা পাওয়া যায়, আমরা শুধু পাহাড় ভালোবাসি এইটা না পাহাড় ও আমাদের ভালোবাসে, এই বছর ই may মাসে পাহাড় এর কোলে ছোট্ট একটা গ্রাম এ গিয়ে দুটো দিন থাকার কথা ছিল আমাদের কিন্তু পান্ডেমিক এর জন্য সেই যাওয়া ক্যানসেল হয়ে যায়, ভারতীয় রেল টিকিট এর পুরো টাকা রিফান্ড করে দিলেও হোটেল বা হোমস্টে গুলো তে তখন আমরা যাবো না বা আপনারা কি পরে গেলে টাকা এডজাস্ট করে দেবেন এই সব কথা বলার মানসিকতা আমাদের কেন কারোর ই ছিল না...

আর সেই বিষয় নিয়েই আজকের লেখার বিষয়, "তাবাকশি "সবাই এই নাম টার সাথে কম বেশি পরিচিত তাই বেশি বিবরণ আর দিলাম না, অনেক দিন কাঞ্চনজঙ্ঘা কে দেখতে না পেরে মন টা খুবই খারাপ ছিল... জানি আমার মতো আপনাদের ও একি অবস্থা হয়তো, তাই কিছুটা সাহস করেই এই মাসের 18 তারিখ দার্জিলিং মেলে উঠে পড়লাম এইবারের ঘোরা টা একে বারেই আলাদা ছিল মানে কোথায় যাবো ঠিক নেই কোনো হোটেল বুক করা নেই গাড়ি ঠিক করা নেই,অবশেষে ট্রেন থেকে নেমে ঠিক হোলো বিজনবাড়ি যাওয়া হোক সেই মতো তাই ই করলাম একটা দিন ওখানে থেকে পর দিন দার্জিলিং চলে আসলাম কিন্তু মন সেই তাবাকশি তাবাকশি করছিলো তাই দার্জিলিং এ দুটো দিন থেকে ফোন করলাম তাবাকশির শুনাখারি হোমস্টে তে....
.
শুনাখারি হোমস্টে
                                                                শুনাখারি হোমস্টে
ফোন করা মাত্র ওনারা বললো আপনারা চলে আসুন আমরা ঘরের ব্যবস্থা করে দেবো, সত্যি ই তাই আমরা দার্জিলিং থেকে সকালে 11নাগাদ তাবাকশির উদ্দেশ্যে রওনা দি, ওখানে পৌঁছাতে প্রায় 1.30 বেজে যায়, সত্যি ওনাদের ব্যাবহার ভোলার না,




অতো অল্প সময় এর নোটিস এর মধ্যে ই আমাদের জন্য ঘরের ব্যবস্থা করে রেখেছিলো আর হোমস্টে তে ঢোকার সঙ্গে সঙ্গে ওনারা এমন আচরণ করতে লাগলো যে আমরা যেন কতো পরিচিত ওনাদের তাড়াতাড়ি চা করে দিলো যেমন আমরা বাড়িতে গেস্ট আসলে করি 😀যাই হোক may মাস থেকে এই ডিসেম্বর পর্যন্ত যতটা মনে দুঃখ ছিল সব একনিমেষে উধাও হয়ে গেলো,


আর সবশেষে একটা কথা না বললেই না যেই টাকা আমরা এডভান্স দিয়েছিলাম ওনারা পুরোটাই আমাদের এডজাস্ট করে দিয়েছিলো, আমরা কিন্তু একবারো বলি নি যে আপনারা টাকা এডজাস্ট করে দিন তাও ওনারা এতটাই ভালো যে সত্যি কিছু বলার নেই.... জায়গায়র সম্পর্কে আর কি বলবো অনেকেই হয় তো গেছেন তাই কিছু ছবি দিলাম.....

Poulami Mukherjee

0 comments:

Post a Comment