তাজপুর।। সপ্তাহান্তে সমুদ্র সৈকতে পরিবারের সাথে দুটো দিন নির্জনে বালিতে লুটোপুটি খেতে হলে, যেতেই হবে তাজপুর। দীঘা নয় মন্দারমণি নয়, যেতে হবে তাজপুর।।
কোথায় এই তাজপুর :-
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা থেকে ৮ কিলোমিটার দূরে সমুদ্র সৈকত তাজপুর।
কি আছে এই তাজপুরে :---
কিছুই নেই দেখার মতো, রয়েছে অপূর্ব সুন্দর বালিয়াড়ি, লাল কাঁকড়ার লুকোচুরি খেলা, আপন মনে ঘুরে ও সমুদ্রে ভেসে বেড়াতে পারবেন। বেশি মানুষ জন নেই খুব নিরিবিলি পরিবেশে।
কি ভাবে যাবেন এই তাজপুর :--
যদি আপনি গাড়ি নিয়ে যেতে চান, তাহলে দীঘার রাস্তায় যেতে হবে। চাউল খোলার পর দেউলি, তারপর আসবে তাজপুর মোড়। ঐখানে বামে চার কিলোমিটার গেলেই তাজপুর সমুদ্র সৈকত।
যদি কলকাতা থেকে বাসে যান, তাহলে দীঘাগামি বাসেই যেতে হবে ও তাজপুর মোড়ে নেমে টো টো করে চার কিলোমিটার গেলেই তাজপুর।
যদি ট্রেনে যেতে চান :--
Train No 12857 Tamralipta Express.
Howrah : 06.35,. Ramnagar : 09.25
Fare : 2S : ₹105, CC: ₹ 380
আপনাকে নামতে হবে রামনগর স্টেশনে, ওখান থেকে ৮ কিলোমিটার তাজপুর সমুদ্র সৈকত। গাড়ি বা টৌ টৌ করে যেতে হবে।
ট্রেন এ আসলে রামনগর আর বাস এ আসলে বালিসাই নামতে হবে,তারপর গাড়ি বা টৌ টৌ
এখানে চেক ইন 10 am, তার আগে এলে আপনার রুমে চেক ইন করতে নাও দিতে পারে,আগে থেকে কথা বলে নিন।
হাওড়া থেকে আরো দুটি ট্রেন রয়েছে।
Train No 12847 DGHA - SUP - AC Express.
Howrah : 11.10, Ramnagar : 14.00
Fare : Cc: ₹500, EC : 890
Train No : 22897 KANDARI EXPRESS
Howrah : 14.15,. Ramnagar : 17.05
Fare : 2S : ₹105, CC : ₹380
যাওয়া তো হলো, কিন্তু থাকবেন কোথায় :--
তাজপুরে থাকার মতো অনেক হোটেল ও রিসর্ট রয়েছে।
1. Swapnapuri Hotel & Resort.
Phone : 09800561985
2. Mallikka Resort.
Phone : 033-24320676
3. Hotel Sea Conifer
Phone : 09051087145
4. Tajpur Beach Resort
Phone : 09830818855
5. Sabuj Saikat Resort
Phone : 09730956024
যাক, থাকার ও ব্যবস্থা হয়ে গেল। আর খাওয়া দাওয়া, প্রত্যেক রিসর্টে রেস্টুরেন্ট রয়েছে।
তাই, এই সপ্তাহান্তে চলুন যাওয়া যাক।
ঘুরে এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন।
Pradip Ghosh













0 comments:
Post a Comment