আজ 3rd মার্চ World Wildlife Day... শহুরে আধুনিকতার জীবনে অভ্যস্ত আমাদের সবাইকে প্রকৃতির সান্নিধ্যে কয়েকটি দিন যাপনের জন্য কত যে কাঠ খড় পোড়াতে হয় তা সর্বজন বিদিত। কখনও ছুটির জন্য যুদ্ধ, কখনও টিকিটের লম্বা লাইন আবার কখনও accomodation এর সমস্যা।তাও এত ঝক্কি ঝামেলা সামলে দু তিনটে দিনের জন্যে প্রানভরা বিশুদ্ধ প্রশ্বাসের আশায় পাড়ি দিয়ে থাকি কাছে দুরে হরেক দুরত্বের গন্তব্যে। সেই রকম এক গন্তব্যে থাকার অভিজ্ঞতা ভাগ করার আশায় এই পোস্টটি। এইবারের আমাদের গন্তব্য ছিল ঝাড়খন্ডের গভীর গহন অরণ্যে Dalma Wildlife Sanctuary...

ট্রেন পথে কলকাতা থেকে মাত্র সাড়ে ৩ ঘণ্টার দুরত্বে গভীর জঙ্গলের মধ্যে Makula Kocha Forest Guest House এর সন্ধান যখন আমার এক আত্মীয়ের কাছ থেকে পাই তখন আর লোভ সামলাতে না পেরে বুকিং করে ফেলি ফরেস্ট অফিসার এর সাথে কথা বলে। কলকাতার এত কাছে প্রকৃতির সান্নিধ্যে এত সুন্দর থাকার ব্যবস্থা থাকতে পারে তা স্বচক্ষে না পরখ করলে বোঝা দায়। রেস্ট হাউস চত্ত্বরটিতে পাহাড়ের কোলে গভীর জঙ্গলের মধ্যে শহুরে সব আধুনিকতা থেকে শত যোজন দূরে। দুই তিনটে দিন অনায়াসে এখানে কাটিয়ে যায়।
**কিভাবে যাবেন --ট্রেনে কলকাতা থেকে টাটানগর ।সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। টাটানগর স্টেশন থেকে 35kms দূরে দালমার পাহাড়ে Makula Kocha Forest Guest House।
**কখন যাবেন-- বর্ষা কাল বাদ দিয়ে যে কোন সময়। মার্চ এপ্রিল মাসে গেলে বাড়তি পাওনা পুরো জঙ্গলের মধ্যে রাস্তায় দুপাশে সারি দিয়ে শিমুল পলাশের আগুন রাঙা সৌন্দর্যকে উপলব্ধি করা। আর এই সময় হাতির দেখা মেলে জঙ্গলের মধ্যে।
**থাকার ব্যবস্থা -- Makula Kocha Forest Guest House বুকিং এর জন্য সরাসরি কথা বলুন ফরেস্ট অফিসার Mr. Rana র সাথে 9304323110
পুরো গেস্ট হাউসে ৩টি cottage ও ৪টি semi cottage ache.... cottage গুলোর ১১০০/- এবং semi cottage গুলো ৬০০/- করে ।
আর খাওয়া গাড়ির ব্যবস্থার জন্য কথা বলুন Debu Ghosh এর সাথে। আমাদের টাটানগর স্টেশন থেকে ফরতি স্টেশন অবধি ৩টি দিনের সমস্ত tour টার দায়িত্ব উনি নেন। খুব অমায়িক মানুষ উনি।
Debu Ghosh-9852025400
**ঘুরে দেখবেন-- Dalma Hill top, Pindrabera, Chandril dam, Dimna lake, Jubilee park








0 comments:
Post a Comment