শীতের মরশুমে কাছাকাছি ঘুরে আসার খুব ভালো একটা জায়গা হলো কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি।গঙ্গার ধারে বাড়িটি এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে। ছোটো খাটো শান্তিনিকেতন বললে খুব একটা ভুল কিছু বলা হবে না।চাইলে সারাদিনটা খুব ভালো করে উপভোগ করে যেতে পারেন।শীতকাল ছাড়াও বসন্তকাল,গরমকালেও আসতে পারেন। বসন্তকালে পাতা ঝরায় খুব সুন্দর লাগে চারপাশটা।
এই বাগানবাড়ি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।
আমি খুব ভালো করে লিখতে পারিনা,যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন।এবং যদি কোনো বিস্তারিত জানার থাকে বা ইচ্ছা হয় তাহলে এই লিংকে গিয়ে ভিডিওটা দেখতে পারেন।
স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
Runa Das






0 comments:
Post a Comment