ঘুম থেকে মাত্র পাঁচ কিমি নিচে, চা বাগানের সবুজ গালিচায় মোড়া এক ছোট্ট গ্রাম রংবুল। কোন এক শহুরে জীবনে ক্লান্ত মন যখন একটুকরো শান্তি খুঁজে বেড়ায়, নিরিবিলিতে কাটিয়ে দিতে চায় কিছুটা সময় প্রিয়জনের সাথে, সেই মনের নতুন ঠিকানা হতে পারে রংবুল।
সাইটসিংয়ের লম্বা লিস্ট, বেড়াতে গিয়ে শপিং এর বাইরে যারা একেবারে প্রকৃতির সাথে একান্তে সময় কাটাতে চান তাদের জন্যই বোধহয় রংবুল। সকালের ঘুম ভাঙানো চা থেকে রাতের ডিনার অবধি শুধু নিঃস্তব্ধ প্রকৃতি, শুধু সবুজ আর নীল আকাশে মেঘেদের আনাগোনা।
দার্জিলিং থেকে ১৫ কিমি দূরে চা বাগানের মধ্যে সুসজ্জিত এই রিসর্ট, আতিশয্য নয় আন্তরিকতাই এদের মূলধন। এমন এক রিসর্টে আপনার কাটানো প্রতিটা মুহূর্ত হয়ে উঠতে পারে গোল্ডেন মেমোরিস। ভোরের বেলা পাখির ডাকের সাথে একা হেঁটে চলা এই হ্যামলেটের রাস্তায় কিম্বা হারিয়ে যাওয়া কোন চা বাগানের সবুজের মাঝে।
এছাড়া যারা পাখি ভালোবাসেন তারা বালাসুন নদীর ধারে দেখা পেয়ে যাবেন নানা প্রাজাতির পাখির। তাই দুদিনের ছুটিতে এবার ডেস্টিনেশন হোক রংবুল। এখানে সারাবছর আসা যায়, তবে বর্ষায় চা গাছের নতুন কচি সবুজ পাতা এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে। তবে এখানে আসার শেষ ৫-৭ কিমি রাস্তা ভীষণ খারাপ, তাই বড় গাড়ীতে আসাই উপযুক্ত।
আশেপাশে দেখার জায়গা অনেক। যারা ট্রেক করতে ভালোবাসেন পায়ে হেঁটে ঘুরে আসুন ইন্দ্রানী ফলস। দার্জিলিং, ঘুম, কার্শিয়াং সব ঘুরে আসা যায়। এছাড়া বাতাসিয়া লুপ, জাপানিজ টেম্পল, জু, হ্যাপি ভ্যালি টি এস্টেট সব একদিনে ঘোরা যায়। টাইগার হিলের দূরত্ব ১০ কিমি একদিনের সাইটসিন বাবদ আনুমানিক গাড়ী ভাড়া ৩০০০-৩৫০০/- টাকা। দার্জিলিং থেকে গাড়ী ভাড়া- ১৫০০/- টাকা।


















0 comments:
Post a Comment