অল্পচেনা ডুয়ার্স
১. খুট্টিমারি জঙ্গল (khuttimari forest):-
এই জঙ্গল পর্যটকদের কাছে এখনো তেমন পরিচিতি পায়নি। যাঁরা শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন তাঁদের জন্য এই জঙ্গল আদর্শ। NJP থেকে দূরত্ব প্রায় 77km । এখানে জঙ্গল সাফারির ব্যবস্থা নেই। তবে দুটি watch tower আছে। ভাগ্য প্রসন্ন থাকলে এখান থেকে হাতি, গাউর, লেপার্ড, হরিণ ইত্যাদি দেখা যায়।
এখানে খুকলুং (khuklung) ও মেলা (mela) নামে যমজ গ্রাম আছে।এই গ্রাম দুটিতে মূলত রাভা উপজাতিদের বাস।
কিছুটা দূরে পানবাড়ি(panbari) তে ডুয়ার্সের তিনটি নদী মূর্তি, ডায়না ও জলঢাকা মিলিত হয়েছে।এটি অবশ্য দ্রষ্টব্য।
* থাকার জায়গা:- Madhubani Eco park n resort (1200-1500/- + gst)
২. চামূর্চি (chamurchi):-
ডুয়ার্সের একটি অল্প পরিচিত পর্যটন স্থল চামূর্চি। ডায়না নদীর তীরের এই ছোট্ট জায়গাটি চা বাগানে ঘেরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মেঘমুক্ত দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
এখান থেকে 3km ট্রেক করে যাওয়া যায় চামূর্চি মহাকাল গুহায়। স্থানীয়রা এই গুহাকে শিবমন্দির হিসেবে মান্য করে। এটি musical stone cave নামেও পরিচিত।
ভুটান সীমান্তের এই চামূর্চির দূরত্ব NJP থেকে প্রায় 97km, আলিপুরদুয়ার থেকে প্রায় 84km ও নিউ মাল জংশন থেকে প্রায় 41km ।
* থাকার জায়গা:- Chamurchi Eco Resort (2000-2500/- )
৩. মেন্দাবাড়ি (Mendabari):-
জঙ্গলে ঘেরা মেন্দাবাড়ি বানিয়া নদীর তীরে অবস্থিত।এখানে watch tower থেকে নদী, জঙ্গলের রূপ মনোমুগ্ধকর। এটি পাখি দেখার আদর্শ জায়গা।
হাঁটা পথে কিছুটা দূরেই মেন্দাবাড়ি দুর্গ। এটি নল রাজার গড় নামে বেশি পরিচিত। এই দুর্গের কাছেই রামগুয়া গাছ দেখা যায়।এছাড়া এখান থেকে চিলাপাতা জঙ্গল সাফারি ও করা যায়। হাতি, হরিণ, গাউর ইত্যাদির দেখা মেলে।
আলিপুরদুয়ার থেকে মেন্দবাড়ির দূরত্ব প্রায় 20km, নিউ মাল জংশন থেকে প্রায় 97km ও NJP থেকে প্রায় 153km
* থাকার জায়গা:- Mendabari Jungle Camp (1500-2500/-)
৪. কুমাই (kumai):-
ডুয়ার্সের একটি সুন্দর পাহাড়ি গ্রাম কুমাই। সবুজে মোড়া, চা বাগানে ঘেরা এই গ্রাম। শনিবারে এখানে হাট বসে।
এখান থেকে দেখে নেওয়া যায় কুমাই চা বাগান, লালি গুরাস পয়েন্ট, পিকক পয়েন্ট, প্রাচীন গুম্ফা।
নিউ মাল জংশন থেকে কুমাই এর দূরত্ব প্রায় 25km, NJP থেকে প্রায় 90km ও আলিপুরদুয়ার থেকে প্রায় 121km।
* থাকার জায়গা:- কুমাই গোর্খা হোমস্টে (জনপ্রতি প্রতিদিন 1200/- )
** ছবিগুলি সংগৃহীত







0 comments:
Post a Comment