Tuesday, June 25, 2019

রিশপ, কালিম্পঙ - Rishop, Rishyap, Kalimpong

 রিশপ (৮৫০০ ফুট ) হলো কালিম্পঙ জেলার একটি ছোট লেপচা গ্রাম I বাংলার পর্যটন মানচিত্রে খুব পরিচিত নাম I বাঁধানো পাকা রাস্তায় লাভা (৭২০০ ফুট ) থেকে রিশপ এর দূরত্ব প্রায় ১১ কিমি I তবে লাভা থেকে রিশপ যাওয়ার দ্বিতীয় আর একটা রাস্তা আছে ৬ mile road ধরে, সে রাস্তায় এই দূরত্ব কমে আসে মাত্র ৫-৬ কিমি তে I যারা ট্রেকিং এ আগ্রহী তারা এই রাস্তায় লাভা থেকে রিশপ যাওয়ার চেষ্টা করতেই পারেন I হলপ করে বলতে পারি বনের মধ্যে দিয়ে পাথুরে অপ্রশস্ত এই রাস্তায় পথ চলা আপনার অনেক দিন মনে থাকবে I


                                                             রিশপ থেকে দেখা কোলাখাম 

রিশপ থেকে আপনি যেতে পারেন টিফিনদারা, গুম্বাদারা, পেডং, ইচ্ছেগাওঁ, রামধুরা, নকদারা, কোলাখাম ও আরো অনেক জায়গা I এই সব জায়গাগুলোয় আপনি একদিনেই গিয়ে রিশপ চলে আসতে পারবেন I তবে তার জন্য আপনাকে আলাদা করে গাড়ি নিতে হবে কারণ এসব জায়গায় যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি আপনি পাবেন না I আর এই সব জায়গায় যেতে আপনাকে গাড়ির জন্য কোনো দাম দর করতে হবে না , কারণ রিশপ ট্যাক্সি ড্রাইভার এসোসিয়েশন এর ফিক্সড চার্ট অনুযায়ী সব গাড়ির ভাড়া এক I
                                                    Green tailed Sunbird / সবুজল্যাজা মৌটুসি
                                                        Grey headed canary Flycatcher
                                                                    Rufers Sibia
                                                        Yellow-billed Blue Magpie/ লম পুছারি

এই জুন মাসের প্রথম সপ্তাহে ( 2019 ) ২-৩ দিন থেকে আসলাম রিশপ I সেই থাকার অভিজ্ঞতা থেকেই বলছি, লাভাতে থেকে রিশপ একদিনে ঘুরে যাওয়া আর রিশপে ২ রাত কাটানোর মধ্যে অনেক পার্থক্য I যারা birding / বার্ড ফোটোগ্রাফি করেন তাদের জন্য রিশপ স্বর্গরাজ্য I কত ধরণের সব পাখি দেখলাম I কি তাদের রং I কিন্তু পাখি নিয়ে আমার পড়াশোনা না থাকায় অনেক পাখিই চিনতে পারিনি I আর দেখলাম ফুল I
                                                     Fuchsia / ঘন্টা ফুল
                                                                               Pansy.


বিভিন্ন প্রজাতির ফুল I কিছু কিছু চোখে দেখা মুহূর্ত ক্যামেরায় ধরে রেখেছি I আপনাদের সাথে শেয়ার করলাম I

Abhijit Banerjee

0 comments:

Post a Comment