Saturday, July 20, 2019

কাফেরগাঁও, কালিম্পং - Kafer Gaon, Kalimpong

লোঁলেগাও থেকে ৫ কিলোমিটার ডাইনহিলে, কাঞ্চনজঙ্ঘা কে একদম একান্তে কাছে পাওয়ার এক অচেনা ঠিকানা কাফের। কালিম্পং থেকে কাফেরের দূরত্ব প্রায় ৪৫ কিমি। চারিদিকে শুধু সবুজে সবুজ আর একগুচ্ছ পাহাড়ি পাখির সাথে দুটো অলস দিন কাটাতে চাইলে ঘুরে যান কাফের থেকে।

জনবসতি তেমন নেই বললেই চলে, কাফেরের পথে চলতে চলতে নিজেকেই মনে হবে যেন এই বিপুল সবুজ সাম্রাজ্যের অধিকারী আপনি। নিরিবিলিতে দুদিনের ছুটি যেখানে কোন ব্যাস্ততা নেই, অফিস-স্কুলের তাড়া নেই, গাড়ীর হর্ণ নেই এমন এক জায়গা হতে পারে কাফেরগাঁও। এখান থেকে প্রায় বিনা বাধায় কাঞ্চনজঙ্ঘা দেখবার অভিজ্ঞতা হবে, তাছাড়া ভুটান, কালিম্পং প্রভৃতি জায়গা গুলিও দেখা যায় কাফের থেকে। কাফের এ একটাই হোমস্টে আছে। থাকা- খাওয়ার ব্যবস্থা বেশ ভালো। আতিথিয়তাও চমৎকার, সবমিলিয়ে দুদিনের ছুটি কাটাতে ঘুরে যেতেই পারেন কাফের থেকে।


কাফের এর আশপাশে দর্শনীয় বলতে, খুব কাছেই লোঁলেগাও, দিনে দিনে ঘুরে আসতে পারেন। এখান থেকে লাভার দূরত্ব ২৪ কিমি। চারখোলের দূরত্ব ১৩ কিমি, যদিও রাস্তাটি বেশ দূর্গম, তবে এ এক মনোরম জায়গা। চারখোলে পৌছলে পথের ক্লান্তি ভুলে যেতে বাধ্য। কোলাখাম, রিকিশাম, চুখিম, পেডং, রিশপ সব গ্রাম গুলি এখান থেকে ঘুরে আসা যায়।
এই অঞ্চলগুলি থেকে কাঞ্চনজঙ্ঘা ও তার পার্শ্ববর্তী পিকগুলি এবং ইস্টার্ন হিমালয়ার ভিউ অসাধারন।
এছাড়াও লোঁলেগাও এর ঝান্ডিদারা থেকে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের ওপর সূর্যোদয় দেখা এক স্বর্গীয় অনুভুতি।


নিউ জলপাইগুড়ি থেকে কাফেরগাঁও এর দূরত্ব ১২৫ কিমি, গাড়ীতে সময় লাগে ৪-৫ ঘন্টা। গাড়ী ভাড়া আনুমানিক ৪০০০-৪৫০০ টাকা। এছাড়া মালবাজার থেকেও এখানে আসা যায়।
হোমস্টে খরচ ১৫০০/- জনপ্রতি প্রতিদিন (নূন্যতম দুজন) সমস্ত মিল সহ।
06291538880


Himalayan Retreat

0 comments:

Post a Comment