অবিকল দক্ষিণেশ্বর, তফাত শুধু আরাধ্য দেবী। দক্ষিণেশ্বরে মন্দিরে আরাধ্য দেবী হলেন মা কালি আর এখানে আরাধ্য দেবী হলেন মা অন্নপূর্ণা। আর একটাও তফাত আছে দক্ষিণেশ্বরে ১২ টা শিব মন্দির আর এখানে ৬ টা শিব মন্দির। বহু পুরোনো ১৮৭৫ সালে এই মন্দির টি তৈরি হয় আর স্বয়ং রামকৃষ্ণদেব এই মন্দির টির উদ্বোধন করেন। আমাদের অনেকেরই এই মন্দির টি অজানা ছিল, কিন্তু রাণী রাসমণি সিরিয়ালে এই মন্দিরটি দেখানোর পর থেকে এটা আমাদের অনেকেরই কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আর এই মন্দির দর্শন করার ইচ্ছে জাগে।
তাই কয়েকদিন আগে কয়েকজন বান্ধবী মিলে গেছিলাম মন্দির দর্শনে। ব্যারাকপুরে অবস্থিত এই মন্দির, ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির নামেই পরিচিত। অনেকটা জায়গা নিয়ে এই মন্দির আর পাশেই খুব সুন্দর বাঁধানো গঙ্গার ঘাট, সেখানে বসার সুন্দর ব্যাবস্থা করা আছে। মন্দিরে পুজো দেওয়ার ও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, তবে পুজো দিতে গেলে কিন্তু যা দিয়ে পুজো দেবেন ফুল, মিষ্টি, ধুপ অন্য কোথাও থেকে কিনে নিয়ে যেতে হবে, মন্দির এর সামনে কোনো দোকান নেই।

















