তিস্তা ও রঙ্গীতের মিলন স্থল, দুটি হৃদয়ের মিলনে যেন প্রকৃতির প্রেম প্রেম উৎসব। এনজেপি থেকে শেয়ার গাড়ি তে তিস্তা ব্রিজ, ওখান থেকে কাছেই আবার অন্য একটা গাড়ি ধরে এিবেনী। আমি যেহেতু একা ট্রাভেল করি তাই কারও সাহায্য নেবো বলেই ঠিক ছিল কিন্তু করোনা পরবর্তী সময়ে একটা ছোটো ট্রাভেল এজেন্সির লোভনীয় অফার ও তাঁবুতে রাত কাটানোর সুযোগ পরিত্যাগ করতে পারলাম না। তাঁবু, ডিনার, বনফায়ার এবং বারবিকিউ, ব্রেকফাস্ট; সবকিছু মিলিয়ে ১৩০০ টাকা। বিয়ার বা পছন্দের ওয়াইন নিলে আগে থেকে বলে রাখা ভালো। এমন একটা পরিবেশ নদী পাহাড় জঙ্গল এর মাঝে নির্জন তাঁবুতে রাতের প্রবাহের কুলুকুলু শব্দ এক চমৎকার অভিজ্ঞতা। বোটিং এরও ব্যবস্থা দেখলাম , আমি অবশ্য নিইনি। তবে এজেন্সির সাহায্য নেওয়ায় নিরাপত্তা বা ব্যবস্থাপনায় একপ্রকার নিশ্চিত ছিলান। সবকিছু লিখতে পারছি না।
Saturday, April 18, 2020
তিস্তা ও রঙ্গীত। - এিবেণী(দার্জিলিং) - Teesta Rangit River Confluence Tribeni(Darjeeling)
By Web Admin at April 18, 2020
confluence, darjeeling, north bengal, Rangit River, Teesta, Tribeni
No comments
ওখান থেকে পরের দিন কালিম্পং এ থেকে ফেরা, কালিম্পং ওখান থেকে ১ ঘন্টার রাস্তা।
Travel Agency -
Pahaari Tours & Travels
Contact No. - 6294471489
Sudipta Bhuin





0 comments:
Post a Comment