হোলির দিন মা বাবা কে নিয়ে ঘুরে এলাম কোলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির থেকে
ইচ্ছা থাকলেও সব সময় পুরি গিয়ে জগন্নাথ দেবের দর্শন করা সম্ভব হয় না তবে দর্শন তো করতেই হবে তাই চলে এলাম কলকাতার জগন্নাথ টেম্পেলে ...
অনেকে আবার এই মন্দিরকে কলকাতার পুরি ও বলে কারণ এই মন্দিরের structure থেকে শুরু করে নিয়ম-কানুন পুজোপাঠ এমনকি মহাপ্রসাদ বিতরণ সবই পুরীর জগন্নাথ মন্দিরের সাথে একদম এক | এ যেনো কলকাতাতে বসেই জগন্নাথ লাভ
তাছাড়া আপনি এখানে ঠাকুরের প্রসাদ হিসাবে পাবেন পুরীর স্পেশাল খাজা
প্রধান মন্দির ছাড়াও রয়েছে অনেক ছোট ছোট হিন্দু দেব দেবীর মন্দির আর প্রধান মন্দিরের গায়ে ফুটে উঠেছে উড়িষ্যার বিভিন্ন নকশা |
মন্দির খোলার সময় সকাল 6 টা থেকে দুপুর 1 টা অবধি আর বিকাল 4 টা থেকে রাত 9 টা অব্দি | | |
মহাপ্রসাদ খেতে হলে আপনাকে আগের দিন নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিং করে রাখতে হবে
Phone number (office) 033-2459-1500 \ 9748705115\ 7003300947 \ 9830110767 \ 9836247710
আর এই মন্দিরের সমস্ত খুঁটি নাটি details নিয়ে আমাদের channel "The BongXplorer" এ একটি সুন্দর গল্প তৈরি করেছি আশা করি ভালো লাগবে |
Saikat Banerjee










0 comments:
Post a Comment