বান্ধবীর বিয়ের আগে ব্যাচেলর্স ট্রিপ এর জন্য নির্থ সিকিম ছাড়া আর কিছু মাথায় আসে নি।আমরা ৩ বান্ধবী চোখ বন্ধ করে ভরসা করি সিকিম এর ওপর।
লাচুং এর পথেনামক
গুরুদোনমার পথে
গুরুদোনমা
আমি আবার তিন-চার দিন টানা বরফ দেখার চাইতে সবুজ দেখাকে বেশি প্রেফার করি।এটা অক্টোবর।ফলত নানান সেড এর সবুজ,নীল আকাশ,ভোরে আর সন্ধ্যায় বরফ ঢাকা পাহাড়ের সোনালী আলো সব মিলে আমাদের ব্যাচেলর্স ট্রিপ খুব রঙিন ছিল। সেভেন স্টেপ
গ্যাংটক
নামক তিস্তা ভিউ পয়েন্ট
প্রথম দিন গাংটক পৌঁছলাম।
পরের দিন লাচেন।
তারপর লাচুং।
শেষ দিন গ্যাংটক।
আমি শেয়ার এ যাবো বলেই ঠিক করেছিলাম কিন্তু কপাল গুনে শেষ এ শেয়ার এর টাকাতেই আমরা একটা Xylo পাই যেটায় করে আমরা ৩ দিন শুয়ে বসে ঘুরি।
Saniya Dhar














0 comments:
Post a Comment