Wednesday, November 25, 2020

কানকেব‌ঙ (কালিম্পং) - kankebong (kalimpong)

 অনেকেই হয়তো এই জায়গাটির নাম শোনেননি, কিন্তু হিমালয়ের আঁকাবাঁকে, আনাচে-কানাচে কত অপরূপ সৌন্দর্য নিয়ে যে প্রকৃতি সেজে আছে তা এই গ্রামে এলেই বুঝবেন। কালিম্পং ডিভিশনের এক ছোট্ট গ্রাম কানকেবং আপনাকে অবাক করবে, তার রূপ-লাবণ্যে।

যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং শুধু এবং শুধুই অবসর কাটানোর ঠিকানা খুঁজছেন এবং পাহাড়ের সেই পরিচিত কাঠপোড়া গন্ধ, সবুজের নিস্তব্ধতা চান তাদের জন্য‌ই এই লোকেশন। পাহাড়ী জীবনের মাটির স্বাদ নিতে ঘুরে আসুন কানকেবং থেকে।

যারা একবার এখানে গেছেন তারা যে সহজেই এই জায়গার সৌন্দর্যের প্রেমে পড়েছেন, বলাই বাহুল্য। কালিম্পং থেকে ঘন্টাখানেকের রাস্তা পেরিয়ে ডাউনহিলে মূলত এই গ্রাম। এছাড়াও বিভিন্ন হিমালয়ান পাখির আস্তানা এই ছোট্ট জনপদ। স্বভাবতই পাখি প্রেমীদের ক্রমেই প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠবে।

শান্ত স্নিগ্ধ পরিবেশে সবুজের মাঝে দুদিন ঘুরে যেতেই পারেন এই পাহাড়ী গ্রামটিতে। আপনি যদি প্রকৃতি কে ভালোবাসেন তবে আবার ফিরে আসতে হবে। নিউ জলপাইগুড়ি থেকে পৌঁছতে সময় লাগে ঘন্টা চারেক। হোমস্টেটিও চমৎকার।


বাঁশ দিয়ে তৈরী চমৎকার তিনটি কটেজ। খাওয়াদাওয়া, আতিথিয়তাও বেশ ভালো। রাতের বেলা ওপরের পাহাড়ে লোলেগাও, কাফেরগাও এর আলো জ্বলে উঠলে দেখতে বেশ লাগে। তবে এখানে বিশেষ করার কিছু নেই শুধুই অবসর যাপন ছাড়া। হোমস্টে লাগোয়া একটি ছোট্ট সুইমিং পুল‌ও আছে।

এখান থেকে দেখার জায়গার মধ্যে , কালিম্পং, দূরপীন, ডেলো সব‌ই ঘুরে আসা যায়। এছাড়া কাফেরগাঁও, লোলেগাঁও, সামথার প্রভৃতি জায়গা গুলিও ঘুরে আসতে পারেন দিনে দিনেই। ওখানে পৌঁছেই ঠিক করুন, শুধু‌ই অবসর যাপন নাকি সাইটসিংয়ে বেড়িয়ে পড়বেন কিনা গাড়ী নিয়ে।
নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব- ৮২ কি.মি
গাড়ী ভাড়া- ৩৫০০-৪০০০/- টাকা।
কালিম্পং থেকে দূরত্ব ১৫ কিমি, গাড়ী ভাড়া আনুমানিক ৮০০-১০০০ টাকা।
হোমস্টেতে থাকা খাওয়ার খরচ ১৫০০/- জনপ্রতি প্রতিদিন সমস্ত মিল সহ।
+916291538880


Himalayan Retreat

0 comments:

Post a Comment