আপনারা অনেকেই দেখছি এই pandemic এ ঘরবন্দী হয়ে বিরক্ত। আসুন একটু সুন্দরবন ঘুরে আসি ছবির মাধ্যমে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত এই ম্যানগ্রোভ ফরেস্ট আজ না থাকলে আমরা থাকতাম না।আইলা, বুলবুল, আম্ফান এই সবের সাক্ষী এই ফরেস্ট। একাধিক বার বাঁচিয়েছে আমাদের বিপর্যয় থেকে। আমরা তার দেখাশোনা করলে ভবিষৎ এও বাঁচাবে।

সুন্দরবন এর পশু পাখির কথা ভাবলেই আমাদের প্রথম মনে দাগ কাটে বেঙ্গল টাইগার। এদের দেখতে পাওয়া যতটা কঠিন, এরাও কিন্তু খুব কষ্ট জীবন কাটায়।
Peregrine FalconBuffy Fish Owl
ম্যানগ্রোভ এ মানুষ সহ প্রত্যেক টা প্রাণী জীবন সংগ্রাম করে। প্রত্যেক টা দিন একটা লড়াই। পশু ও পাখী প্রেমিকদের জন্য এটি একটি কেন্দ্রস্থল। Buffy ফিশ owl একমাত্র ভাগ্যে থাকলে এখানে সহজেই দেখা যায়।
Smooth- coated Otter family with Egret Wild Boar family
Spotted Deer
Irrawaddy Dolphin
Ruddy Kingfisher
Black Capped Kingfisher


















0 comments:
Post a Comment