Wednesday, September 9, 2020

টুমলিং(দার্জিলিং, নেপাল) - Tumling (Darjeeling, Nepal)

 গত শুক্রবার (09-11-18)আমি ও আমার এক ভাই দ্বীপ মিলে পরেরদিন অর্থাৎ শনিবার একদিনের জন্য Rishi khola ( Kalimpong ) এ গিয়ে তাঁবু করে থাকবো বলে ঠিক করলাম । রাতেই আরো দুই বন্ধু সোমনাথ, সজল ও এক ভাই অভিষেককে বললাম, আমাদের এই ছোট ভ্রমন এর সঙ্গী হতে, তারাও রাজি হলো আমাদের এই ভ্রমনে যোগদান করতে । 

সেইমত গতকাল শনিবার ( 10-11-2018 ) আমরা সকাল 10:00 টায় বাড়ি থেকে বেড় হলাম । চালকের আসনে আমি ।

সাথে নিলাম গরম কাপড় ও 2 টা তাঁবু ।


বাড়ি থেকে 6 km যেতেই সবাই বললো একটু বেশী ঠান্ডা জায়গায় গেলে ভালো হতো ।
সাথে সাথে পরিকল্পনা পাল্টে , Tumling যাবো বলে ঠিক হলো । 


মিরিক , পশুপতি , সুখীয়া পোখরি পার করে মানেভঞ্জন পৌছলাম দুপুর 1:30 টায় । সেখানে আমাদের গাড়ি রাখার ব্যাবস্থা করে , সেখানে প্রথমে entry করলাম অফিসে তারপর একটি land lover গাড়ি 1500 টাকায় ঠিক করে সোজা Tumling ।



Tumling এ পৌছে Pasang sherpar home stay তে একটি রুম নিলাম ,কারন তিনি বললেন রাতে তাপমাত্রা অনেক নেমে যাবে তাই রাতে tent এ না থাকাটাই ভালো , সাথে তিনি পাশের একটি ফাকা মাঠে tent করার ব্যাবস্থা করে দিলেন । tent লাগিয়ে গরমাগরম খিচুড়ি ও পাপড় । 

রাত 12 টা পর্যন্ত tent এ থেকে রুমে এসে ঘুমালাম ।
আজ 2 টা পর্যন্ত সেখানে এক অপরূপ প্রাকৃতিক পরিবেশে কাটিয়ে land lover গাড়ি করে মানেভঞ্জন , সেখান থেকে আমাদের গাড়ি নিয়ে রাত 8:00 টায় বাড়ি ফিরলাম ।


Sanjoy Biswas

0 comments:

Post a Comment