MAYAPUR ISKCON
বছরের প্রায় শেষে ঘুরে এলাম সবচেয়ে কম খরচে মায়াপুরধাম থেকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে।
সকাল ৭.৫৫ তে শিয়ালদহ-লালগোলা ধরে চলে গেলাম কৃষ্ণনগর সিটি জংশন। সেখান থেকে অটো করে চলে গেলাম হুলোরঘাট। নৌকায় পাড় হলেই মায়াপুর। ঘাট থেকে ১০ মিনিটের হাঁটা পথ ইস্কন মন্দির।
আমি গিয়েছিলাম ৩০শে ডিসেম্বর ২০২১। লোকজন বেশ ভালোই ছিলো সেদিন। প্রথমেই গদাভবনের ভোগের কুপন কেটে নিয়েছিলাম তারপর সারাদিন ঘুরলাম। শ্রী প্রভুপাদ মন্দির, চন্দ্রোদয় মন্দির, গোশালা ঘুরে দুপুর ২টো নাগাদ গদাভবনে ভোগ গ্রহণ করলাম। পাতে ছিল পোলাও, বেগুনি, সাদাভাত, ডাল, রুটি, আলুর তরকারি, পনিরের একটা তরকারী, চাটনি এবং পায়েস। খুব সুন্দর খাওয়া দাওয়া একদম ঘরোয়া।
এখানে একটি থিয়েটার আছে(মায়াপুর ফুলডোম থিয়েটার), এখানে ভগবান শ্রীকৃষ্ণের উপর হিন্দি, বাংলা এবং ইংরেজিতে একটি 3D শো হয়।
মায়াপুর ইস্কন থেকে বেলা ৩ টের দিকে বেরিয়ে এসেছি এবং কৃষ্ণনগর জংশন থেকে 4.20 দিকে একটা ট্রেন ধরে শিয়ালদহের উদ্দেশ্য রওনা দিলাম যেটা সন্ধ্যার সময় চলে এসেছে।
এক দিনের এই ভ্রমণের অভিজ্ঞতা খুব ভালো এবং খুব সুন্দরভাবে যাত্রা করেছিলাম।
যারা ১দিনের ভ্রমণ করতে যান এই উপায়ে যেতে পারেন এবং খরচ খুবই কম।
মায়াপুর কিভাবে কম খরচে ঘুরবেন আর এই একদিনের ভ্রমণের সম্পূর্ণ ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন তাহলে আরও তথ্য পাবেন। ভিডিও এই লিঙ্কে দেওয়া আছে 👇
https://youtu.be/NqcwAsr_Be4
Mridul Roy
0 comments:
Post a Comment