সত্যি বলতে বেশ অবাক হয়েছিলাম যখন জানতে পেরেছিলাম দক্ষিণবঙ্গের গভীরতম জঙ্গল আমার বাড়ি ঝাড়গ্রাম থেকে এতটা কাছে। বাঁকুড়া জেলার ঝিলিমিলির সুতানের জঙ্গলের কথা বলা হচ্ছে এখানে। ঝিলিমিলির বারোমাইলের জঙ্গলের একটা অংশ এই সুতানের জঙ্গল। ঝিলিমিলি-রাণীবাঁধ রোড এই বারোমাইলের জঙ্গলকে দ্বিধাবিভক্ত করে চলে গেছে। এ রাস্তার একদিকে পাহাড় আর আরেক দিকে বিস্তৃত আর গভীর খাদ। মোম-মসৃণ রাস্তা সাপের মতন এঁকেবেঁকে ওপর-নীচে ঢেউ খেলে নিজের ঠিকানায় চলে গেছে। এই রাস্তায় পাওয়া যাবে তিনটি ভিউ-পয়েন্ট যা থেকে নয়নাভিরাম চান্ডিল-দলমা রেঞ্জের সূত্রপাত আমরা চাক্ষুষ করতে পারি।
এইবারে আসি সুতানের কথায়। এই রোড ছেড়ে আপনি যখন সুতানের দিকে বাঁক নিচ্ছেন, ঠিক তখনই আপনি এক আলাদা জগতে পৌঁছে যাচ্ছেন। পাথুরে রাস্তা, একধারে খাদ, প্যাঁচানো রাস্তা, প্রাচীন গাছপালা, আর অফ-রোডিং অভিজ্ঞতা - সব পাবেন। ভাগ্য সহায় হলে ময়ূর দম্পতিদের দেখা পেতে পারেন। তারা হয়তো ভাববে, প্লাস্টিক ছড়াতে আর পরিবেশ দূষণ করতে আবার কে এলো!!! কিন্তু আপনি সেসব কিছু না করে ওদের অবাক করে দেবেন।
সুতানের জঙ্গলে জঙ্গলে কিছুক্ষণ ঘুরলেই আপনার মনের নাগরিক প্যাঁচ আস্তে আস্তে খুলতে শুরু করবে। বিরাট বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছড়ানো বিশুদ্ধ বনভূমি দিয়ে যেতে যেতে মাঝে মধ্যে দু-একটা পাথুরে পথ ডানদিকে বা বামদিকে চলে যায় কোনও একটা জঙ্গলঘেরা গ্রামের দিকে। জঙ্গলে ঘুরেই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের সাধারণ প্রবণতা থাকে কোথাও যাওয়া মানে একটা গন্তব্য বা স্পট থাকতে হবে। রাস্তা উপভোগ করতে আমরা ভুলে যাই। সুতানের রাস্তাই যেন এর প্রধান আকর্ষণ। কিন্তু এখানেও একটা স্পট রয়েছে। একদম সুতান গ্রামের সামনেই রয়েছে পরিত্যক্ত C.R.P.F ক্যাম্প এবং ওয়াচ-টাওয়ারটি। বিগত কঠিন সময়ের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে এই অবশেষগুলি। সাধারণত এই ওয়াচ-টাওয়ারটির ছবি দেখলেই বোঝা যায় যে ছবিটি সুতানের ছবি। একটা ফাঁকা জায়গায় এই ক্যাম্প আর টাওয়ার। এগুলো ছাড়াও সেখানে নতুন একটি ওয়াচ-টাওয়ার বানানো হয়েছে আর ফরেস্ট ডিপার্টমেন্টের একটা গেস্ট হাউসও রয়েছে। এখনও চালু হয়েছে কিনা সঠিক জানা নেই। পিকনিক করার জন্য রয়েছে দুটো-তিনটে মতন বেদি। এছাড়াও পেছনে রয়েছে একটি বিল। যার পরিচয় সেরকম কোথাও পাইনি। কিন্তু বেশ একটা রেন-ফরেস্ট রকমের ব্যাপার আছে।
এরসাথে বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন তালবেড়িয়া বাঁধের মতন সুন্দর একটি জলাশয়ে সময় কাটানোর সুযোগ। বাঁধের পাঁচিলের মাঝামাঝি জায়গা থেকে একটি সিমেন্টের তৈরী মঞ্চ আপনাকে বাঁধের কিছুটা ভেতর অবধি নিয়ে যাবে। ফলস্বরূপ, সেই মঞ্চে থাকলে আপনার তিনদিকেই দেখবেন জল। জঙ্গলঘেরা সকল জলাশয়ই মন কেড়ে নেয়। তালবেড়িয়াও তার ব্যতিক্রম না।
মোট কথা, কোলকাতা থেকে এলেও একদিনের ঘোরার জন্য অসাধারণ। আর যাঁদের একদিনে ঘোরা হবে না, তাঁদের থাকার জন্য এই অঞ্চলে সবচেয়ে দারুণ জায়গা হলো ঝিলিমিলির রিমিল লজ। এই সংক্রান্ত পোস্ট পেজে আগে করা হয়েছে, সার্চ করলেই পেয়ে যাবেন।
আর এই জায়গাটি যেহেতু নতুন নয়, এর আগে বহু মানুষ এখানে গেছেন আর ফেসবুকেও অনেক লেখালেখি হয়েছে তাই এর গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া হলো।
গুগল ম্যাপ লিঙ্ক:
১) সুতান:- Sutan Forest Camp
Ranibandh - Barikul Road, Sutan, West Bengal 722148
https://maps.app.goo.gl/g7UcA69ctGeXBRnD9
২) তালবেড়িয়া:- Talberiya Dam
Talberiya Road, Rautara, West Bengal 722148
https://goo.gl/maps/jkBMhxfUeh5QMUUU7
ছবি ও লেখা: Sandipan Das



