আমি Maximum time e Bike নিয়ে Tour করি, বকখালি টা এত দিন bridge এর জন্য bike যেতে পারিনি এখন চালু হয়ে গেছে তাই ঘুরে এলাম, এই গরমে হালকা বৃষ্টি তে বেশ ভালোই লাগলো.
সকাল এ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো তাই সকাল 6AM এ bari থেকে বের হলাম, রাস্তা টা অচেনা আর বৃষ্টির জন্য পৌঁছাতে একটু দেরি হয়ে গেলো,Rasty কয়েকবার চা খাওয়ার জন্য দাঁড়িয়ে, Direct Namkhana Bridge.. এর উপর daralam উপর থেকে দারুণ ভিউ, Picture নিচে দেওয়া আছে.
Tarpor ওখান থেকে 24 KM, 11.30 e Hotel E ঢুকলাম maximum Hotel এ Room ছিল না Weekends বলে. NARAYANI LODGE এ উঠলাম আগেও অনেকবার এই হোটেল এ ছিলাম. বলাকা ও খুব ভালো Lodge,
পুরো এরিয়া খুব ঘুরলাম, Henry Island, Benfish, , অনেক জায়গা বেশ ভালো লাগলো.
আমি অনেকবার গিয়েছি, আগের থেকে ভিড় টা অনেকটা বেড়েছে,
Communication ও অনেক ভালো অনেক Govt Bus Kolkata theke চলাচল করে.
DIGHA তে যেখানে হোটেল ভাড়া 2000 টাকা
সেখানে বকখালি তে 2000 টাকা তে পুরো ট্যুর complete হয়ে যাবে. 70 টাকায় মাছভাত এর meal পাওয়া যায় ভালো.
সমুদ্রে স্নান করা টা একটু Difficult জোয়ার এর টাইমে সমুদ্রে যেতে না পারলে. 1km হেঁটে যেতে হবে ঢেউ এ পা দিতে. Monsoon এ একটু ভালো থাকে. দিঘা এর মতো ঢেউ এখানে নেই. সন্ধ্যা বেলা ও সমুদ্র অনেক দূরে থাকে এটাই একমাত্র খারাপ লাগে এই Beach এ.
এখানে Beach e রকমারি মাছ ভাজা, ফুচকা অনেক খাবার পাওয়া যায়. বাজার থেকে মাছ কিনে এনে ভাজিযে় খাওয়া যায়, আমরা ও ও 4-5 রকমের মাছ ভাজা খেলাম একদম টাটকা.
রাতে ডিনার করে.. পরের দিন সকাল এ breakfast করে back to home. Simple And Wonderful Tour.
যাতায়াত :SEALDAH থেকে ট্রেন এ Namkhana Tarpor bus, auto, Toto, ইঞ্জিন ভ্যান e.
HOWRAH, Dharmatala থেকে bus আছে অনেক.
***নিচে কিছু ছবি দিলাম..
Hatania Doyania Bridge
Henry Island



