• Estuary of Teesta and Rangit Rivers

  • Teesta View Point

  • Chatakpur, Darjeeling

  • Chilapata Forest

Monday, July 5, 2021

নেতারহাট, পাত্রাতু, বেতলা(ঝাড়খন্ড) - Netarhat, Patratu and Betla(Jharkhand)

 কথায় আছে বাঙালির পায়ের তলায় নাকি সর্ষে, এটা সত্যি হলে আমার পায়ের তলায় তবে কাঁচের গুলি, তা নাহলে covid থেকে সুস্থ হয়েছি 14দিনও হয়নি এর মধ্যে bike করে মাইথন, হাজারীবাগ, পাত্রাতু,নেতারহাট,লোধ ওয়াটার ফলস, বেতলা, কান্তি ওয়াটার ফলস, পুরুলিয়া, আর শেষ পাতে মিষ্টির মতো ফেরার সময় ইটাচুনা রাজবাড়ী সব একসাথে(1580km)দেখার plan করতে পারি!যাইহোক নিজের কথা তো হলো এবার আসি সংক্ষেপে জায়গা গুলির কথায়, আর নড়বড়ে হাতের ও কম দামি মোবাইলে তোলা কিছু ছবি দিয়ে।


                                                                       পাত্রাতু ড্যাম
কেচকি সঙ্গম

মাইথন, পুরুলিয়া নিয়ে কিছুই বললাম না, আমরা প্রথমে যাই হাজারীবাগ(অশোকনগর থেকে 390km)এখানে দেখার বিশেষ কিছুই নেই ভালো weather,বড় market, একটা ছোটো পাহাড়, ঝিল, দুটো পার্ক আছে.. হোটেল rent বেশ কম।


                                                                      
মীরচাইয়া ফলস
                                                        Upper Ghagri Falls


                                                                                লোধ

ওখান থেকে আমরা ছবির মতো সুন্দর পাত্রাতু dam আর পাত্রাতু ভ্যালি তে যাই(83km)দুটোই খুব ভালো লাগবে,সময় নিয়ে যাবেন dam এ নৌকা বিহার অবশ্যই করবেন।

Next নেতারহাট(170km)এখানে বেশ কয়েকটা স্পট আছে তাই একদিন অব্যশই থাকবেন, দেখার জায়গা গুলো serially দিচ্ছি ও আমার চোখে যেমন লেগেছে পাশে star mark দিয়ে রাখছি প্রথম যারা যাবেন সুবিধা হবে, আর হ্যা এখানে গেলে অব্যশই ঝাড়খন্ড govt এর প্রভাত বিহার এ থাকবেন কারণ sunrise দেখতে হলে হোটেলের রুম থেকেই চা হাতে নিয়ে দেখতে পাবেন এছাড়াও হোটেল টি অসাধারণ room rent শুরু হয় 2200/- থেকে,suite room, tent(tent এর rent 2351/-দুজন, 3300/-চার জন)সবই পাবেন..সিজন এ গেলে online book করে যাবেন।

                                                                পাইনের সারি নেতারহাট

                                                                         পাত্রাতু ভ্যালি

1.প্রভাত বিহার(sunrise point)****
2.ফরেস্ট বাংলো(লাকড়ি ঘর)***
3.কোয়েল ভিউ পয়েন্ট*****
4.নাসপাতি বাগান(নাসপাতি গাছে থাকা অবস্থায় গেলেই শুধু ভালো লাগবে, july-sep)
5.আপার ঘাগড়ী ফলস***
6.লোয়ার ঘাগড়ী ফলস(আমরা যায়নি, শুনলাম নির্জন রাস্তা আর বেশ দূর)
7.নেতারহাট স্কুল/পিকনিক স্পট***
8.সালেট হাউস(কাঠের ঘর)***
9.নেতারহাট লেক**
10.sunset point****(এখানে পাকোড়া অবশ্যই খাবেন, চেষ্টা করবেন বিকেলে নেতারহাট পৌঁছে আগে এটা দেখে নেওয়ার তবে একদিন নষ্ট হবেনা)
এখান থেকে লোধ ওয়াটার ফলস(65km)বেশ ভালো লাগার জায়গা।

Kanti Water Fall

                                                Jharkhand govt hotel,Netarhat

দুপুরের মধ্যে এখান থেকে বেরিয়ে বেতলার উদ্দেশে রওনা দিলাম পথে যাওয়ার সময় আরো তিনটে spot পেয়েছি সব কটাই ভালো 1.Sugga bandh water fall,2.Kechki sangam, 3.Mirchaiya water fall
বেতালা রাতে থেকে সকালে সাফারি(এই মুহূর্তে সাফারিবন্ধ আছে)করে বেরিয়ে পড়ুন এখানে আর বিশেষ কিছু দেখার নেই, হোটেল ও বেশ কম(7-8),পালামু ফোর্ট দেখতে পারেন।
ফেরার পথে মেখলিগঞ্জ, হুড্রু ফলস দেখে রাঁচি আসতে পারেন(আমাদের হাতে সময় ছিলোনা বলে যায়নি).. ট্রেনে করে গেলে রাঁচি থেকে গাড়ি ভাড়া করে সব spot cover করা যায় সবাই তাই করে,রাঁচি তে Dassam falls, Jonha falls, Sifa falls এগুলো দেখতে পারেন(রাঁচি থেকে নেতারহাট 156km)।

                                                               পালামু ফোর্ট বেতলা

ঝাড়খন্ড এ ধূমপান নিষেধ আর হ্যা শাল পাতায় খেতে দেবে ভালো লাগবে.. যেখানে সেখানে plastic আর খাবার packet ফেলে আসবেন না, পরিবেশ সুন্দর থাকলেই আমরা ভালো থাকবো আমাদের এই group টাও ভালো থাকবে.. ধন্যবাদ


Mridul Saha