বছরে একবার #দীঘা নাহলে #পুরী আর মাঝে মধ্যে #মন্দারমণি.. এবার এর সঙ্গে লাল কাঁকড়া বিচ কে add করে নিন, মন্দারমণি থেকে মাত্র 3-4 km দূরে #শান্ত নিরিবিলি কোলাহল মুক্ত এক #নির্জন সমুদ্র সৈকত । ঝাঁও বন, বন্য লতা, উন্মুক্ত পরিষ্কার পরিছন্ন সাগর বেলাভূমি, বিচ লাগোয়া খেতবাড়ি আর..... মূল আকর্ষণ এর লাল কাঁকড়া । গোটা সৈকত জুড়ে অগণিত কাঁকড়া দৌড়ে বেড়ায়, তবে মনে হবে হাতের নাগালে কিন্তু না ধরতে যাবেন পারবেন না, সৈকতের উপর মাঝে মধ্যে নৌকা দাঁড় করানো,যা এর সৌন্দর্য্যকে বাড়িয়ে তোলে... অবশ্যই safety beach ... একা (অনেকেই পছন্দ করেন ) কিংবা প্রিয় জনের হাত ধরে ঘন্টার পর ঘন্টা হেঁটে বেড়ান আর জীবনের সংজ্ঞা খুঁজে বের করার চেষ্টা করুন ।
এবার বলুন মন্দারমণি থেকে ঘুরে আবার রিটার্ন করবেন নাকি রাত কাটাবেন???????????????
Ok ধরে নিলাম ঘুরে ফিরবেন..... তবে 200 টাকায় অটো reserve কারুন যাওয়ার পথে অনেক শুটকি মাঝের আড়ৎ দেখবেন... ঝাঁও বন আর খেতের ফসল দেখতে দেখতে পৌঁছে যান.. বিচ ঘুরে আবার মন্দারমণি ।
রাত কাটাতে চাইছেন? Ok আব আয়েগা মজা
, কোথায় থাকতে হবে.........
বিচ রোড এর উপরেই কিন্তু সমুদ্রের কাছে,, পাঁকা বিল্ডিং সহ অনেক tent এর ব্যবস্থা আছে, অনেকটা area জুড়ে, ফুল গাছ দিয়ে সাজানো, রয়েছে বৈঠকখানা, natural swimming pool (পুকুর ) local food, সারিবদ্ধ ঝাঁও গাছের সরু রাস্তা ধরে সমুদ্রের নামুন । এক কথায় ভালো লাগার জন্য অনেক কিছু
ফোন...9933064420 বিচ পাড়ে ঝাঁও বনের মধ্যে দোলনা, বসার জন্য বাঁশের মাচা, ac/non ac room, dormitory, খাওয়ার ও সুব্যস্থা, নিরিবিলি শান্ত পরিবেশ
রামকৃষ্ণ আশ্রমের কাছে











