Wednesday, February 27, 2019

মুকুটমনিপুর(বাঁকুড়া) - Mukutmonipur(Bankura)

 ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া বাঁকুড়া জেলায় কংসাবতী ও কুমারী নদীর সঙ্গম স্থলে অবস্থিত অতি পরিচিত নাম মুকুট মনি পুর।আপনার ব্যস্তময় জীবনের একঘেয়েমি কাটাতে এখানে হারিয়ে যেতে পারেন দিন দুয়েকের জন্য।

ড্যাম এর একদিকে নীল জল , কোথাও ফুঁড়ে উঠেছে ছোট ছোট টিলা
                                        ড্যাম এর একদিকে নীল জল , কোথাও ফুঁড়ে উঠেছে ছোট ছোট টিলা

ড্যাম : প্রায় 11 কিমি দীর্ঘ এই বাঁধ টিতে গাড়ী বা পায়ে হেঁটে ঘুরে বেড়ান। একদিকে সবুজে মোড়া পাহাড় ও ক্ষেত আরেকদিকে নীল জল আর জল ফুঁড়ে উঠেছে ছোট ছোট টিলা।
সূর্যের সোনালী রঙে এই জলরাশি যখন রেঙ্গে ওঠে তাকিয়ে থাকুন সেদিকে। নৌকা বিহারেও সূর্যাস্তের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন।

মুসাফি রানা : বাঁধ লাগোয়া একটি পাহাড়ের উপর এই ভিউ পয়েন্ট টি।সিমেন্টের সিড়ি বেয়ে উপরে উঠতে হবে টিকিট কেটে। মাশরুম আকৃতির শেডে বসে উপভোগ করুন চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য কে।

পরেশ নাথ মন্দির :
আরও কিছুটা এগোলে এবার বামদিকে পিতৃ পাহাড়ের উপর এই শিব মন্দির । এই উন্মুক্ত মন্দির স্থানীয়দের কাছে অতি পবিত্র স্থান। আবার অনেকে জৈন সংস্কৃতির নিদর্শন হিসেবেও মনে করেন। এখান থেকেও নিচের মোহনা ও দূরের বন পুকুরিয়া এর দারুন ভিউ পাওয়া যায়।


সোনা ঝুরি প্রকৃতি ভ্রমন কেন্দ্র :
এটি মুকুট মনি পুরে অবস্থিত WBFDC এর একটি নেচার রিসোর্ট। মুকুট মনি পুরে থাকবার একটি আদর্শ জায়গা।শাল ও পিয়ালে ছাওয়া একটি পাহাড়ের বিভিন্ন অংশে বনবিভাগের কটেজ গুলি আপনার মন জয় করে নেবে। আর এখানের হিলটপ থেকে ড্যাম ও চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারবেন ।
(বি: দ্র: - শারীরিক অসুবিধে বা বয়স্ক মানুষ থাকলে বুকিং না করা ভালো)এর ডিটেলস রয়েছে আমাদের ভিডিও তে, দেখতে হলে লিংকে ক্লিক করুন

Koushik Mishra

0 comments:

Post a Comment