সাউথ সিকিমের ছোট্ট এবং সুসজ্জিত একটি গ্রাম চালামথাং। স্থানীয় লেপচা ভাষায় 'চালামথাং' কথার অর্থ হলো কমলালেবুর বাগিচা। চালামথাং সিকিমের অন্যতম পরিস্কার অর্গানিক ভিলেজ।

প্রকৃতির পরম সৌন্দর্যের স্বাদ পেতে এই গ্রামে কাটিয়ে যেতে পারেন দুদিন। হোমস্টে থেকে পাহাড়ের দূরন্ত ভিউ আর সঙ্গে স্থানীয় খাবারের স্বাদ আপনাকে এক স্বর্গীয় অনুভুতি এনে দেবে। এই গ্রামের বেশিরভাগটাই আপনাকে পাঁয়ে হেটে ঘুরতে হবে। মূলত: প্রকৃতিকে খুব কাছ থেকে যারা দেখতে চান, প্রকৃতির নিঃস্তব্ধতা কে যারা নীলকন্ঠের মতো পান করে নিতে চান তাদের জন্যই চালামথাং।
পাইনের বনে হারিয়ে যাওয়া বা ছোটখাটো ট্রেকিং, গ্রামের টাটকা সব্জির রান্না সবই উপভোগ করতে পারেন অপূর্ব সুন্দর এই জনপদে। তবে এই হোমস্টেতে ননভেজ খাবার খাওয়া যায়না, সম্পূর্ণ মিল ভেজ হলেও, রান্নার গুণে তা অতুলনীয়।
চালামথাং থেকে কাছেপিঠে রাভাংলা, নামচি চারধাম, সম্পদ্রুপ্সে মনাস্ট্রি, টেমি টি গার্ডেন, টেনডং বায়ো ডাইভার্সিটি পার্ক প্রভৃতি জায়গা গুলি সহজেই ঘুরে আসতে পারেন। দিনে দিনেই ঘুরে আসা যায়।












0 comments:
Post a Comment