শীতের ছুটিতে বেড়াতে যাবার প্ল্যান করছেন?? তাহলে ঘুরে আসুন বেলপাহাড়ী থেকে। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব মিলিয়ে দারুণ একটা জায়গা।
কলকাতা থেকে বেলপাহাড়ীর দূরত্ব 218 কিমি , বাইক/কার নিয়ে গেলে সময় লাগবে প্রায় 5 ঘন্টা (কলকাতা > কোলাঘাট > পাঁশকুড়া >চৌরঙ্গী > পরিহাটি > বেলপাহাড়ী)
দেখার জায়গা :
1. Dhangikusum : পশ্চিমবঙ্গের একদম পশ্চিমে একটি ছোট্ট গ্রাম, যার বেশির ভাগ লোকই পাথর শিল্পী। এখানে জঙ্গলের মাঝে রয়েছে পাহাড়ি ঝর্ণা যা হুদহুদি জলপ্রপাত নামে পরিচিত। বেলপাহাড়ী থেকে দূরত্ব 15 কিমি।
2. Ketki Jharna: সিঙ্গাডুবা গ্রামের কাছে জঙ্গল আর পাহাড় ঘেরা এক বিশাল জলাধার। পাহাড় থেকে বৃষ্টির জল নেমে এরকম জলাধার তৈরি হয়েছে। বেলপাহাড়ী থেকে এর দূরত্ব 15 কিমি।
3. Gajpathar : এটিও একটি সুবিশাল প্রাকৃতিক জলাধার। এর জলের মাঝ বরাবর দূরে মেঘ পাহাড় দেখা যায়। লাল আকাশ, নীল জলে পাহাড়ের প্রতিবিম্ব, সব মিলিয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয় এখানে। বেলপাহাড়ী থেকে এর দূরত্ব 8 কিমি।
4. Gadrashini Hill and Cave : প্রায় 300 মিটার উচু সবুজে ঘেরা এই পাহাড়, যার ওপরে রয়েছে অনেক পুরোনো পাহাড়ি গুহা আর বাসুদেব ও শিবের মন্দির। বেলপাহাড়ী থেকে এর দূরত্ব 9 কিমি।
5. Khandarani Lake : তিনটি পাহাড়ে ঘেরা মনমুগ্ধকর এই হৃদ। শীতকালে পরিযায়ী পাখিরা এর নীল জলের কাছে ভিড় করে। বেলপাহাড়ী থেকে এর দূরত্ব 8.6 কিমি।
6. Ghagra waterfall : তারাফেনী নদীর জল পাথুরে এলাকার মাঝে গিয়ে তৈরি হয়েছে এই জলপ্রপাত। পাথরের মধ্যে গোল গোল প্রাকৃতিক গর্তে কলসির মত জল জমা থাকে তাই গাগরা থেকে এই জায়গার নাম হয়েছে ঘাঘরা। বেলপাহাড়ী থেকে এর দূরত্ব 6 কিমি।
এছাড়া ও বেলপাহাড়ীতে আরো অনেক দেখার জায়গা (যেমন লালজল পাহাড়, তারাফেনী ড্যাম, বোদাডিহি গুহা, চাতন ডুংরি ইত্যাদি) আছে। বেশ কিছু এমন জায়গা ও আছে যেগুলি এখনও অনাবিষ্কৃত।








