Saturday, September 22, 2018

চারখোল, কালিম্পং - Charkhole, Kalimpong

লোঁলেগাও থেকে অনতিদূরে ৫৫০০ ফিট উচ্চতায় কালিম্পং সাব-ডিভিশনের ছোট্ট পাহাড়ি হ্যামলেট চারখোল। ঘন সবুজে ঘেরা এই পাহাড়ী জনপদের বাঁকে-বাঁকে নিঃস্তব্ধ সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে রয়েছে যেন প্রকৃতি। পাইন, ওক, শাল, সাইপ্রাস, রডোডেনড্রনে মোড়া নেওয়াভ্যালি ন্যাশানাল পার্কের অন্তর্ভুক্ত চারখোল বিভিন্ন প্রকার হিমালয়ান পাখির অবাধ বিচরণ ক্ষেত্র। যেদিকেই চোখ যাবে শুধু সবুজ আর তারই মাঝে নানারকম পাখির সুরেলা শিষ আপনার ছুটি কাটানোর আমেজকে করে তুলবে স্বর্গীয়।


প্রকৃতির এই নিঃস্তব্ধ, নিশ্চিন্ত আস্তানায় পায়ে হাঁটা পাহাড়ী পথে দেখা পেয়ে যাবেন ব্লু ফ্রন্টেড রেডস্ট্রাট, গ্রীণ ব্যাকড্ টিট, ভার্ডিটার ফ্লাইক্যাচার, হিমালয়ান বুলবুল প্রভৃতি পাখির। এছাড়া কয়েকশ প্রজাতির প্রজাপতি এই অঞ্চল কে এক অনন্য রূপদান করেছে। ফলে একদিকে যেমন পাখিপ্রেমি অন্যদিকে যারা কাছেপিঠে অফবিট লোকেশনের খোঁজ করেন তাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চারখোল। চারখোল থেকে কাঞ্চনজঙ্ঘা র ভিউও অসাধারণ, এমনকি আকাশ পরিস্কার থাকলে এখান থেকে মাউন্ট এভারেস্টের কিছু অংশ ও দেখা যায়। গুটি কয়েক পরিবারের বাস এই চারখোলে, মূলতঃ চাষবাস করেই জীবিকা নির্বাহ করেন। তাদের সহজ সরল জীবনযাত্রা এবং উষ্ম আতিথিয়তা আপনার ভালো লাগবেই।



মূলতঃ পায়ে হেঁটেই ঘুরতে হবে, নিঃস্তব্ধ প্রকৃতিকে উপলব্ধি করাই মূল এখানে। এছাড়া নেওড়াভ্যালি ফরেস্টের নানা রকম পাখি দেখতে দেখতেও সময় কেটে যায়।

কাছে পিঠে দর্শনীয় বলতে, চারখোলের খুব কাছেই লাভা, লোঁলেগাও, রিশপ, কোলাখাম, রিকিশাম, পেডং প্রভৃতি সুন্দর পাহাড়ী গ্রাম গুলি। দিনে দিনেই ঘুরে আসা যায়। এই অঞ্চল গুলি থেকে কাঞ্চনজঙ্ঘা ও তার পার্শ্ববর্তী পিকগুলি এবং পুরো ইস্টার্ন হিমালয়ার ভিউ অসাধারণ।



এছাড়া লোলেগাঁও এর ঝান্ডিদারা থেকে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের ওপর সূর্যোদয় দেখা এক স্বর্গীয় অনুভুতি।
নিউ জলপাইগুড়ি থেকে চারখোলের দূরত্ব ৮৬ কিমি, কালিম্পং থেকে ৩৫ কিমি।
চারখোলে থাকার জন্য রয়েছে একটি ভারী সুন্দর রিসর্ট। রিসর্টের আতিথিয়তা একেবারে বাড়ীর মতো। সত্যিই যেন হোম অ্যওয়ে ফ্রম হোম অনুভূতি। ঘর গুলিও চমৎকার। এই রিসর্টে কটেজের ব্যাবস্থাও আছে। খাওয়াদাওয়া ও বেশ ভালো। সব মিলিয়ে রোজগার একঘেয়ে জীবন থেকে মুক্তির স্বাদ নিতে চারখোল হতে পারে এক আদর্শ ডেস্টিনেসন।

রিসর্টের ভাড়া- ডবল বেড রুম- ১৯০০/- টাকা প্রতিরাত
ডবল বেড কটেজের ভাড়া- ২৪০০/- টাকা প্রতিরাত
একস্ট্রা পার্সন- ৩০০/- টাকা অতিরিক্ত। (ম্যাক্সিমাম ১ জন)
ডরমিটরি রুম ১০ জনের ভাড়া- ৬,০০০/- টাকা প্রতিরাত।
খাওয়া খরচ- আনুমানিক ৬০০/- টাকা জন প্রতি প্রতিদিন।
গাড়ী ভাড়া নিউ জলপাইগুড়ি থেকে চারখোল- ৩৫০০/- (বোলেরো, ম্যাক্স, সুমো)
06291538880


Himalayan Retreat

0 comments:

Post a Comment