আজ থেকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু হল দীঘা ও সংলগ্ন অঞ্চলের Sight-Seeing করার ব্যবস্থা।
পুরোনো দিঘার অপরাজিতা কটেজ (দীঘা-শংকরপুর উন্নয়ন সংস্থার অফিস) এর সামনে থেকে সকাল ৮:৩০ মিনিটে বাস ছেড়ে
শংকরপুর--তাজপুর--দাদনপত্রবাড় (মন্দারমনি)--সিলামপুর--অমরাবতী পার্ক--ওসিয়ানা সমুদ্রতট--ঢেউ সাগর হয়ে সায়েন্স সিটি ঘুরিয়ে পুরোনো দীঘায় গিয়ে ভ্রমণ শেষ হবে সন্ধ্যা ৬ টায়।
(জানুয়ারিতে এর সঙ্গে আরো কিছু স্থান যোগ হতে পারে বলে আশা করা যাচ্ছে)


0 comments:
Post a Comment