Sunday, January 27, 2019

মৌসুনী দ্বীপ ভ্রমণ - Trip to Mousuni Island

ভ্রমণ প্রিয় বাঙালির কাছে মৌসুনী দ্বীপ আজ একটি জনপ্ৰিয় নাম । কোরোনার প্রকোপ, লকডাউন, আমফান, কোটাল এর ঢেউ সব কিছু বাঁচিয়ে আবার ছন্দে ফিরছে মৌসুনী।
◆ কলকাতা থেকে মাত্র 117km দূরে । পৌঁছে যেতে পারেন নিজের গাড়ি বা বাইকে।
◆ শুরু হয়েছে ট্রেন পরিষেবাও। শিয়ালদা থেকে সকল 7:15 এর নামখানা লোকাল ধরে পারি দিতে পারেন মৌসুনীর উদ্দেশ্যে।

◆ প্রকৃতির কোলে 2টো নির্বিগ্নে শান্তিতে শান্ত পরিবেশে কাটিয়ে ওঠার কথা গেথে যাবে আপনার মনের স্মৃতিতে।  

সুসজ্জিত তাঁবু।

সুসজ্জিত তাঁবু

ঘুরে এলাম ২০শে ডিসেম্বরে মৌসুনী দ্বীপ থেকে সকাল ৭.৩০ শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে সকাল ১০টার কাছা কাছি পৌঁছা লাম নামখানাতে ওখান থেকে ভট ভটি করে পৌঁছালাম হুজুতির ঘাট ,খেয়া পার হয়ে আবার টোটো করে পৌঁছালাম মৌসুনি ওয়েভেষ।

সুসজ্জিত তাঁবু

করোনার জেরে জর্জরিত জীবন থেকে সাময়িক একটু মুক্তি।ঝাউবনের মধ্যে সুসজ্জিত টেন্ট , সামনেই সমুদ্র ২ রাত্রি কাটাবার জন্য উপযুক্ত ঠিকানা।আমাদের গন্তব্য ছিল মৌসুনি ওয়েভেষ।

আরাম কেদারা
                                                                আরাম কেদারা

সকালে পৌঁছাতে না পৌঁছাতে মিলল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল, দুপুরে ভর পেট খাবার ডাল, ভাত,ডিম ভুজিয়া, ফুলকপি আলুর তরকারি, ভেটকি মাছ ভাজা, মাছের কালিয়া চাটনি পাঁপড়।বিকালে গরম গরম চা মুড়ি, পাকোড়া। তারপর শুরু হলো বন ফায়ার গরম গরম চিকেন তন্দুরি। ওটা যদিও এক্সট্রা খরচ ১ কেজি চিকেন ৩৫০ টাকা।

ঝাউবন

                                ঝাউবন

রাতে জুটল চিকেন ,রুটি, স্যালাড, মিষ্টি, আলুভাজা। এই ভাবেই দুদিন ভালোই কাটলো।পরদিন উঠে গরম গরম লুচি,ঘুগনি,ডিম সেদ্ধ,রসগোল্লা।সমুদ্র উপভোগ করে সারাদিন পরদিন ফেরার পালা।


গঙ্গাবক্ষে কিছুক্ষন বোটিং করা পারলে ওখান থেকে জম্বু দীপ যাবেন।খুব কাছে গঙ্গাসাগর কিন্তু আমাদের ভাগ্যে না থাকায় যাওয়া হয়ে ওঠে নি।মৌসুনি থেকে সকাল ১১.২০ তে একটা লঞ্চ ছাড়ে গঙ্গাসাগর যায়।ওখান থেকে ভেসেল পার হয়ে গঙ্গাসাগর।


যারা একটু রোজকার জীবন থেকে মুক্তি চান নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য আইডিয়াল ট্যুর মৌসুনি। জনপ্রতি খরচ ১১০০ টাকা, আমাদের ২ জনের ২২০০ টাকা টেন্ট এ থাকা খাওয়া। বাচ্চার লাগে নি।


এছাড়া শিয়ালদা থেকে ২৫ টাকা নামখানা।ওখান থেকে ভটভটি ৩০০ টাকা, খেয়া ১০টাকা।আবার টোটো করে দ্বীপ যেতে ৩৫ টাকা জনপ্রতি।


Sunanda Das Chakladar

0 comments:

Post a Comment