Tuesday, May 5, 2020

বড়ন্তি, পুরুলিয়া - Baranti Purulia

 এবার শীতে অনেকেই ইচ্ছে থাকলেও দূরে কোথাও বেড়াতে যেতে হয়তো পারবেন না। তাদের বলি কাছাকাছি পুরুলিয়ার বড়ন্তি থেকে ঘুরে আসুন। আমরা অবশ্য গিয়েছিলাম ডিসেম্বরে। যাইহোক সকালের ব্ল্যাক ডায়মন্ড ধরে আসানসোল গিয়ে ওখান থেকে আদ্রা লাইনের ট্রেনে উঠে মুরাডি স্টেশনে নেমে অটো নিয়ে 3কিমি গেলেই বড়ন্তি। পাহাড়ের কোলে টলটলে নীল জলের লেক, শাল-পলাশের জঙ্গল, লালমাটির পথ আর আশেপাশে দু-একটা আদিবাসী গ্রাম। কাছেই বিহারিনাথ পাহাড় আর মন্দির, একটা গাড়ি ভাড়া করে ঘুরে আসুন। আর হাতে সময় থাকলে পরদিন সেই গাড়িতে শুশুনিয়া পাহাড়, গড় পঞ্চকোট এমনকি মাইথনও ঘুরে আসতে পারেন সারাদিনের চুক্তিতে। তবে বড়ন্তি একাই একশো। লেকের পাশে বসে কিংবা লালমাটির পথে হাঁটতে হাঁটতে কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। আদিবাসী গ্রামে দেশি মুরগিও পাবেন। থাকার জন্য 1000 থেকে 2000 এর মধ্যে কয়েকটা রিসর্ট আছে। আকাশমনি খুবই ভাল। আমরা ওখানেই ছিলাম। রান্নাও ফার্স্টক্লাস। লেক থেকে 2 মিনিট। পলাশবনি ও খারাপ নয়। ফোন করে কথা বলে নিতে পারেন : 8017215952, 9732038397, 9874887046. তবে আর কি ? বুকিং করে বেরোনোর প্রস্তুতি নিতে শুরু করুন। বড়ন্তি আপনাকে নিরাশ করবে না, কথা দিলাম।







Debashish Himalaya Addict

0 comments:

Post a Comment