Friday, December 13, 2019

ঝান্ডি, কালিম্পং - Jhandi, Kalimpong

 অপরিচিত জায়গা অনেকের কাছেই..যাঁরা নির্জনতা পছন্দ করেন... শপিং করতে ভালোবাসেন না.... তাঁরা একবার গিয়ে দেখতে পারেন.... চারিদিকে সবুজের সমারোহ আর তারই মাঝে মেঘের লুকোচুরি খেলা ... খারাপ লাগবে না... প্রকৃতির খেলা আপনার মন ভরিয়ে দেবে.... পুরো অঞ্চলটাই পাখির কোলাহল....থাকার জায়গা বলতে কতকগুলো Ecohut আছে তার সঙ্গে খাবার রেস্টুরেন্ট... আর আছে Pinewood Retreat বলে একটা compact 8 মেম্বার্স এর থাকার জায়গা.... সেখানে 3 তে রুম-এর সঙ্গে অ্যাটাচ টয়লেট ব্যবস্থা.... খুব পরিষ্কার পরিছন্ন.... কলকাতা থেকে বুকিং হয়....

                                                            চা বাগানের মধ্যে দিয়ে পথ
                                                                    
গরুবাথান






যাবেন কি করে - শিয়ালদহ থেকে ট্রেন এ নিউমাল জংশন স্টেশন এ নেমে গাড়ি ভাড়া করে Jhandi.... গাড়িতে সময় লাগে 1.30 মিনিট....ওখান থেকে lava গাড়িতে এক ঘন্টা সময় লাগে.... রাতে খুব ঠান্ডা... তবে উপভোগ্য....

একবার চান্স নিন না !

কোলকাতা থেকে বুকিং -Sintu Bhattacharya -9836830342
লেখা ও ছবি -@atanu ghosh

0 comments:

Post a Comment