অপরিচিত জায়গা অনেকের কাছেই..যাঁরা নির্জনতা পছন্দ করেন... শপিং করতে ভালোবাসেন না.... তাঁরা একবার গিয়ে দেখতে পারেন.... চারিদিকে সবুজের সমারোহ আর তারই মাঝে মেঘের লুকোচুরি খেলা ... খারাপ লাগবে না... প্রকৃতির খেলা আপনার মন ভরিয়ে দেবে.... পুরো অঞ্চলটাই পাখির কোলাহল....থাকার জায়গা বলতে কতকগুলো Ecohut আছে তার সঙ্গে খাবার রেস্টুরেন্ট... আর আছে Pinewood Retreat বলে একটা compact 8 মেম্বার্স এর থাকার জায়গা.... সেখানে 3 তে রুম-এর সঙ্গে অ্যাটাচ টয়লেট ব্যবস্থা.... খুব পরিষ্কার পরিছন্ন.... কলকাতা থেকে বুকিং হয়....
চা বাগানের মধ্যে দিয়ে পথ






0 comments:
Post a Comment